ক্যালিফোর্নিয়ায় দাবানল : নিখোঁজ দেড় শতাধিক

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওয়াইন এলাকায় ভয়াবহ দাবানলের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে দেড় শতাধিকের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ১৫শ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার রাতে হঠাৎ করেই দাবানলের ঘটনা ঘটে। এরপর আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

দাবানলে সোনোমা কাউন্টিতে নয়জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সান্তা রোজা, সান ফ্রান্সকোর উত্তরাঞ্চল।

সোনামা কাউন্টির সেরিফ অফিস জানিয়েছে, এখনও পর্যন্ত ১৫৫ জনের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপক প্রধান কেন পিমলট বিবিসিকে জানিয়েছেন, মঙ্গলবার ১৭ বারের বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি আরো জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১৫ হাজার একর জমি আগুনে পুড়ে গেছে। নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পিমলট।

Be the first to comment on "ক্যালিফোর্নিয়ায় দাবানল : নিখোঁজ দেড় শতাধিক"

Leave a comment

Your email address will not be published.




three × five =