বিদেশ যেতে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির চিঠি

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : এক মাসের ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা বিদেশ যেতে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বলে জানা গেছে।

তবে এই চিঠি এখনও আইন মন্ত্রণালয়ে পৌঁছায়নি বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার বিকেলে তিনি জাগো নিউজকে বলেন, ‘তার এমন চিঠি দেয়ার কথা শুনেছি। তবে আমি এখনও তা হাতে পাইনি।‘

আইন মন্ত্রণালয় থেকে জানা গেছে, নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতিকে বিদেশ যেতে হলে সরকারি আদেশ (জিও) জারি করতে হবে।

সংবিধানের ষোড়শ সংশোধনীর পূর্ণাঙ্গ রায় নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বিভিন্ন শারীরিক জটিলতার কথা বলে গত ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত এক মাসের ছুটি নেন প্রধান বিচারপতি এস কে সিনহা। হঠাৎ করে প্রধান বিচারপতির ছুটির এ আবেদন নিয়ে মানুষের মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

সংসদের বাইরে থাকা বিএনপি বিষয়টি মনে করছে, প্রধান বিচারপতিকে জোরপূর্বক ছুটিতে পাঠানো হয়েছে।

Be the first to comment on "বিদেশ যেতে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির চিঠি"

Leave a comment

Your email address will not be published.




3 × five =