নিউজ ডেস্ক : জাতিয় সঙ্গীত চলাকালীন দাড়িয়ে সম্মান জানানোর সংস্কৃতি রয়েছে বিশ্বব্যাপী।
কিন্তু যুক্তরাষ্ট্রে খেলা শুরুর আগে মাঠে জাতিয় সঙ্গীত চলাকালীন উঠে না দাড়িয়ে বরং খেলোয়াড়েরা হাঁটু মুড়ে বুকে হাত রেখে একধরনের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।
গত কিছুদিন যাবত বর্ণবাদের প্রতিবাদে এমনটা করছেন কৃষ্ণাঙ্গ খেলোয়াড়েরা। শ্বেতাঙ্গ সতীর্থরাও অনেকে তাতে সঙ্গী হয়েছেন।
সেনিয়ে পক্ষে বিপক্ষে ব্যাপক বিতর্কও চলছে। এবার সেই জাতিয় সঙ্গীত নিয়ে বিতর্কে জড়িয়ে পরলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
তিনি একটি জাতীয় ফুটবল লিগ ম্যাচ চলার সময় কয়েকজন খেলোয়াড় জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছেন এই অভিযোগে স্টেডিয়াম থেকে বেরিয়ে গেছেন।
মিস্টার পেন্স বলেন, এতে দেশের পতাকা ও দেশের সেনাদের প্রতি অসম্মান হয়েছে।
আর এমন অসম্মান মেনে নেয়া তার পক্ষে সম্ভব নয় তাই তিনি বেরিয়ে গেছেন।
এরপরই এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, যদি খেলোয়াড়েরা জাতীয় সঙ্গীতের সময় উঠে দাড়িয়ে সম্মান জানাতে ব্যর্থ হয় তাহলে তার ভাইস প্রেসিডেন্ট সে স্থান ত্যাগ করবেন তিনি তেমনটাই আশা করেন।
তবে খেলোয়াড়েরা মি ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদেই এমন কর্মসূচি অব্যাহত রাখছেন বলে দাবি করছেন।
ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই সেখানে বর্ণবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মনে করে অনেকে।
উগ্র ডানপন্থী বর্ণবাদী গোষ্ঠীর সাথে সরাসরি সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
সূত্র: বিবিসি।
Be the first to comment on "স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট"