নিউজ ডেস্ক : একতরফাভাবে চায়না ওপেনের শিরোপা জিতে নিয়েছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রাফায়েল নাদাল। স্প্যানিশ আইকনের সামনে স্রেফ উড়ে গেছেন অস্ট্রেলিয়ান তরুণ নিক কিরগিয়াস। ফাইনালে সরাসরি সেট ৬-২, ৬-১ গেমের দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করেন ১৬ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।
চায়না ওপেন পুনরুদ্ধারের মধ্য দিয়ে মৌসুমের ষষ্ঠ শিরোপা জিতলেন ৩১ বছর বয়সী নাদাল। এ নিয়ে টানা ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছেন। গত মাসে ইউএস ওপেন জেতার পর এটাই ছিল তার প্রথম টুর্নামেন্ট।
এই ইভেন্টে এক যুগ পর চ্যাম্পিয়নের আসনে বসলেন নাদাল। ২০০৫ সালে প্রথমবার শিরোপার স্বাদ পেয়েছিলেন। ২০১৩ ও ২০১৫ সালের ফাইনালে ট্রফি জেতা হয়নি। দু’বারই নোভাক জোকোভিচের কাছে হার মানেন। ফিটনেস সমস্যার কারণে এবার নেই সার্বিয়ান সুপারস্টার। ইনজুরির কারনে নাম প্রত্যাহার করে নেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে। অংশ নেননি রজার ফেদেরার। তাই পরিষ্কার ফেভারিট হিসেবেই শেষ হাসি হাসলেন ফর্মের তুঙ্গে থাকা রাফায়েল নাদাল।এদিকে, নারী এককে র্যাংকিংয়ের শীর্ষে ওঠা রোমানিয়ান তারকা সিমোনা হালেপকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা উদযাপনে মেতেছেন ফ্রেঞ্চ তরুণী ক্যারোলিন গার্সিয়া। ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে ফাইনালের নিষ্পত্তি হয়।
Be the first to comment on "শিরোপা জয় করল নাদাল"