বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল পোল্যান্ড

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে ড্র করলেই সরাসরি রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিত পোল্যান্ড। তবে রবার্ট লেভানডফস্কির দুর্দান্ত পারফর্মেন্সে ঘরের মাঠে মন্টেনেগ্রোকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পোল্যান্ড।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে খেলতে থাকে স্বাগতিক পোল্যান্ড। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৬ মিনিটেই লিড পায় স্বাগতিকরা। দশ মিনিট পর ব্যবধান দিগুণ করে পোল্যান্ড।

বিরতির পর ৭৮ ও ৮৩ মিনিটে দুইবার বল জালে পাঠিয়ে ম্যাচ জমিয়ে তোলেন অতিথিরা। তবে দুই মিনিট পর বাছাই পর্বে লেভানডফস্কির ১৬তম গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। আর ম্যাচের ৮৭ মিনিটে আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয়ে যায় পোলিশদের। ই গ্রুপে রোমানিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে রানার্সআপ হয়েছে ডেনমার্ক।

এদিকে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে জার্মানি ও ইংল্যান্ড। ঘরের মাঠে আজারবাইজানকে ৫-১ গোলে হারিয়েছে গতবারের বিশ্বকাপ জয়ীরা। আর দারুণ ছন্দে থাকা হ্যারি কেইনের পেনাল্টি থেকে করা একমাত্র গোলে লিথুয়ানিয়াকে হারিয়েছে গ্যারেথ সাউথগেটের দল।

Be the first to comment on "বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল পোল্যান্ড"

Leave a comment

Your email address will not be published.




eighteen − nine =