পুলিশের বিরুদ্ধে আসামির স্বজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : জয়পুরহাটের কালাই উপজেলার হারুঞ্জা গ্রামে আসামি ধরতে গিয়ে সাইদুর রহমান (৩৮) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় কালাই থানার ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান একই গ্রামের কাজেম আলীর ছেলে ও ওই আসামির চাচা। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও করে বিক্ষোভ করে।

জয়পুরহাট পুলিশ সুপার রশীদুল হাসান জানান, সোমবার ভোর রাতে হারুঞ্জা গ্রামে শাপলা (৩২) নামের এক মাদক বিক্রেতাকে পুলিশ ধরতে গেলে আসামির চাচা সাইদুর রহমান পুলিশের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পরে এবং পুলিশের উপর হামলা চালায়।

এসময় পুলিশ সাইদুরকে মারধর করলে সে মারাত্মক আহত হয়। পরে তাকে আহত অবস্থায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতাল চত্বর ঘেরাও করে বিক্ষোভ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে পুলিশসহ কমপক্ষে ৪ জন আহত হয়।

এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

Be the first to comment on "পুলিশের বিরুদ্ধে আসামির স্বজনকে পিটিয়ে হত্যার অভিযোগ"

Leave a comment

Your email address will not be published.




19 − 2 =