নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬। তবে ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর এএফপি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১১১ দশমিক ৮ কিলোমিটার। ভূমিকম্পটি দূরবর্তী বুলডির দ্বীপ থেকে ৬০ কিলোমিটার পূর্বে আঘাত হানে। ওই এলাকায় প্রায় ৮ হাজার মানুষ বাস করে।
প্রাথমিকভাবে ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র কোনো সুনামি সতর্কতা জারি করেনি।
Be the first to comment on "আলাস্কায় ৬.৬ মাত্রার ভূমিকম্প"