নিউজ ডেস্ক : গবেষণা, উদ্ভাবন এবং আবিস্কারে অসাধারণ অবদানের জন্যে সেরা বিজ্ঞানী হিসেবে গ্লোবাল টেকনোলজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন একাত্তরের মুক্তিযোদ্ধা ড. জিনাত নবী।
আমেরিকার নিউ জার্সির টয়লেট্রিজ সামগ্রীর উৎপাদক কলগেট পালমোলিভ কোম্পানির পক্ষ থেকে গবেষণা কর্মে সর্বোচ্চ সম্মানসূচক এ অ্যাওয়ার্ড দেয়া হয়।
গত সপ্তাহে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে বাংলাদেশী-আমেরিকান বিজ্ঞানী ড. জিনাত নবীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
কোম্পানির চিফ টেকনোলজি অফিসার ড. প্যাট ভারডিয়ামসহ শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং বিজ্ঞানীরাও ছিলেন অনুষ্ঠানে। জানা গেছে, এই কোম্পানির জ্যৈষ্ঠ বিজ্ঞানী এবং গবেষণা প্রকল্পের প্রধান হিসেবে বছরের পর বছর যাবত কাজ করেছেন।
টাঙ্গাইলের সন্তান ড. জিনাত নবীর এই উদ্ভাবনী প্রক্রিয়াকে স্টেট অব দ্য আর্ট টেকনোলজি ফর ডেভেলপমেন্ট হিসেবেও অভিহিত করেছেন শীর্ষস্থানীয় বিজ্ঞানীরা। এর আগে ড. জিনাত নবী টানা দু’বার বছরের সেরা ইউ মেক এ্যা ডিফারেন্স অ্যাওয়ার্ড লাভেও সক্ষম হন।
Be the first to comment on "সেরা বিজ্ঞানীর অ্যাওয়ার্ড পেলেন মুক্তিযোদ্ধা ড. জিনাত নবী"