যুক্তরাষ্ট্রে হ্যারিকেন ‘ন্যাটে’র আঘাতে নিহত ২৫

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ক্রমশ তীব্র আকার ধারণ করেছে হ্যারিকেন ‘ন্যাটে’। এর প্রভাবে মধ্য আমেরিকার বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত ২৫জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আহত ছাড়াও দুর্যোগ কবলিত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।  এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার(এনএইচসি) জানায়, ‘ন্যাটে’র প্রভাবে উপকূলীয় এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে। তাই লুইজিয়ানা, মিসিসিপি, অ্যালবামাসহ ফ্লোরিডার উপকূলীয় অঞ্চলে হ্যারিকেন সতর্কতা জারি করা হয়েছে।

খবরে বলা হয়, নিউ অরল্যান্সে হারিকেন ‘ন্যাটে’ যে কোনো সময় আরও শক্তিশালী (ক্যাটাগরি দুই) হয়ে আঘাত হানতে পারে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নিরাপদে ও ভূমিধস ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। এরই মধ্যে ‘ন্যাটে’র আঘাতে ভূমিধসে মধ্য আমেরিকার নিকারাগুয়া, কোস্টারিকা ও হন্ডুরাসে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।

‘এ’ ক্যাটাগরিতে রূপ নিয়ে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ঘণ্টায় উত্তরে ১৩৭ কিলোমিটার (ঘণ্টায় ৮৫ মিটার) বেগে বাতাস বইছে ওই এলাকায়। ঘণ্টায় ১১৯ থেকে ১৫৩ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেলে ঘূর্ণিঝড়কে ক্যাটাগরি ‘এ’ হিসেবে ধরা হয়।

 

 

Be the first to comment on "যুক্তরাষ্ট্রে হ্যারিকেন ‘ন্যাটে’র আঘাতে নিহত ২৫"

Leave a comment

Your email address will not be published.




nineteen + 8 =