মহারাষ্ট্রে কীটনাশকের বিষক্রিয়ায় ২০ কৃষকের মৃত্যু

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : কীটনাশকের বিষক্রিয়ায় ভারতের মহারাষ্ট্র প্রদেশের ভিদরভায় ২০ কৃষকের মৃত্যু হয়েছে। আরো ৬’শর বেশি কৃষক কীটনাশকের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, কৃষকরা মাঠে কীটনাশক প্রয়োগের সময় প্রতিরক্ষামূলক কোনো কিছু ব্যবহার করেননি বলেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি।

তুলা ক্ষেতে কাজ করতেন ২৯ বছর বয়সী ইন্দের রাথোড। তিনি গত সপ্তাহে মাঠে কীটনাশক প্রয়োগ করেন। তার পর থেকেই তিনি চোখে দেখতে পাচ্ছিলেন না।

কীটনাশক প্রয়োগের জন তাকে প্রতিদিন ২শ থেকে আড়াইশ টাকা দেয়া হতো। বউ এবং তিন বাচ্চা নিয়ে তার সংসার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

হঠাৎ করেই চোখের আলো নিভে যাওয়ায় প্রচণ্ড হতাশা আর দুঃখ থেকে তিনি চারদিন আগে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফ দেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছেন তিনি।

ইন্দের রাথোডের মতো আরো বেশ কয়েকজন কৃষকও কীটনাশকের বিষক্রিয়ায় চোখের আলো হারিয়েছেন। অনিশ্চিয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা।

Be the first to comment on "মহারাষ্ট্রে কীটনাশকের বিষক্রিয়ায় ২০ কৃষকের মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.




fifteen − eight =