নিউজ ডেস্ক : বিশ্বকাপ স্বপ্ন বলতে গেলে শেষই হয়ে গেল নেদারল্যান্ডসের। শনিবার রাতে বেলারুশকে ৩-১ গোলে হারিয়েও সমীকরণে এগিয়ে যেতে পারেনি গতবারের সেমিফাইনালিস্টরা। একইদিনে ৮-০ গোলের লুক্সেমবার্গকে উড়িয়ে দিয়ে ডাচদের স্বপ্ন প্রায় শেষই করে দিয়েছে সুইডেন।ইউরোপ অঞ্চলের ৮ গ্রুপ থেকে ৮ চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপে। আর ৮ রানার্সআপ থেকে প্লে-অফ খেলে চূড়ান্তপর্বে যাবে আরও চার দল। কিন্তু ‘এ’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে প্লে-অফে খেলাও এখন ডাচদের জন্য প্রায় অসম্ভবই।
ফ্রান্স ১-০ গোলে বুলগেরিয়াকে হারিয়েছে। এই গ্রুপে এখন ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। ১৯ পয়েন্ট নিয়ে তার পেছনেই রয়েছে সুইডেন। আর নেদারল্যান্ডসের পয়েন্ট ১৬। শেষ ম্যাচে সুইডিশদের বিপক্ষেই খেলবে ডাচরা। এই ম্যাচ জিতলেও প্লে-অফের সুযোগ পাওয়াটা প্রায় অসম্ভব। কারণ গোল ব্যবধানেও সুইডেনের চেয়ে ১১ ধাপ পিছিয়ে আছে নেদারল্যান্ডসের। খাতা কলমে সুযোগ থাকলেও এক ডজন গোল করে জেতাটা বলা যায় অসম্ভবই।
এদিকে লুক্সেমবার্গের বিপক্ষে এই ম্যাচে মার্কস বার্গ একাই করেছেন চার গোল। এছাড়া জোড়া গোল করেছেন গ্রাঙ্কভিস্ট।
Be the first to comment on "বিশ্বকাপ শেষের পথে নেদারল্যান্ডসের"