নিউজ ডেস্ক : ক্রিশ্চিয়ান পুলিসিচের নৈপুন্যে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা অনেকটাই নিশ্চিত করে ফেললো যুক্তরাষ্ট্র। কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে পানামাকে ৪-০ গোলে হারিয়েছে মার্কিনরা। নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন ১৯ বছরের পুলিসিচ।
এ জয়ের সুবাদে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এল সকারের দেশ। আর পানামা ১০ পয়েন্ট নিয়ে নেমে গেল চতুর্থ স্থানে। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মেক্সিকো। আর দ্বিতীয় স্থানে থাকা কোস্টারিকার সংগ্রহ ৮ ম্যাচে ১৫ পয়েন্ট।
উল্লেখ্য, কনকাকাফ অঞ্চল থেকে তিনটি দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে। আর চতুর্থ দলকে খেলতে হবে প্লে-অফ। অপর ম্যাচে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে ৩-১ গোলে হারিয়েছে আগেই বিশ্বকাপের টিকিট পেয়ে যাওয়া মেক্সিকো।
Be the first to comment on "বিশ্বকাপ অনেকটাই নিশ্চিত যুক্তরাষ্ট্রের"