নিউমার্কেটে শিক্ষার্থীদের আন্দোলন, তীব্র যানজট

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : নীলক্ষেতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সপ্তাহের প্রথম দিনেই প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর কয়েকটি সড়ক। পরীক্ষার ফল প্রকাশসহ পাঁচ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শতাধিক শিক্ষার্থী আজ রবিবার সকাল নয়টার দিকে রাজধানীর নিউমার্কেট ক্রসিংয়ে সড়ক অবরোধ করলে এ অচলাবস্থার সৃষ্টি হয়।

পুলিশ আসাদগেট ক্রসিং থেকে নিউমার্কেটের দিকে সড়ক বন্ধ করে যানবাহনগুলোকে ফার্মগেট হয়ে ঘুরিয়ে দিচ্ছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নিউ মার্কেট, ধানমন্ডি, শাহবাগ, টিএসসি, আজিমপুর, বুয়েট এলাকা, প্রেসক্লাব এলাকায় যানজট লেগে আছে।

নীলক্ষেত মোড় বন্ধ থাকায় ওই এলাকা দিয়ে সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার আনিসউদ্দীন বাহাদুর বলেন, সকাল সোয়া নয়টার দিকে তাঁরা সড়ক অবরোধ করেন। তাঁদের বুঝিয়ে রাস্তা খালি করার চেষ্টা চলছে।

পুলিশ জানায়, দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের দাবি পূরণের আশ্বাস দিয়ে তাঁদের ফেরানোর চেষ্টা করেন।

Be the first to comment on "নিউমার্কেটে শিক্ষার্থীদের আন্দোলন, তীব্র যানজট"

Leave a comment

Your email address will not be published.




seven + six =