সৌদির কাছে ক্ষেপণাস্ত্র বিক্রিতে রাজি যুক্তরাষ্ট্র

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : সৌদি আরবের কাছে এক হাজার ৫০০ কোটি ডলার মূল্যের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) নামের ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে সৌদির প্রতিবেশী দেশ কাতার ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। এই অস্ত্রের সর্বশেষ সংস্করণের সঙ্গে যুক্ত করা হয়েছে উন্নত রাডার ব্যবস্থা।

যুক্তরাষ্ট্রের কাছে ৪৪টি থাড লঞ্চার, ৩৬০টি ক্ষেপণাস্ত্র,  অগ্নিনির্বাপন ব্যবস্থা ও রাডার চেয়েছে সৌদি আরব।

এই অস্ত্র বিক্রির বিষয়ে পেন্টাগনের প্রতিরক্ষা সহযোগিতা সংস্থার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘এই বিক্রি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির আগ্রহের জায়গাগুলোকে আরো সম্প্রসারিত করেছে এবং এটি ইরান ও অন্য আঞ্চলিক শক্তিগুলোর মোকাবিলায় সৌদি আরব ও উপসাগরীয় এলাকার দীর্ঘমেয়াদি নিরাপত্তার প্রতি সমর্থন।’

যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস আগামী ৩০ দিনের মধ্যে কোনো আপত্তি না জানালে সৌদির কাছে অস্ত্রগুলো বিক্রিতে কোনো সমস্যা হবে না।

 

Be the first to comment on "সৌদির কাছে ক্ষেপণাস্ত্র বিক্রিতে রাজি যুক্তরাষ্ট্র"

Leave a comment

Your email address will not be published.




1 × five =