মুশফিকের ফিল্ডিং পজিশনও ঠিক করে দেন কোচ!

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টের ন্যায় দ্বিতীয় টেস্টেও কিপিং করছেন না মুশফিক। সাধারণত অধিনায়করা ফিল্ডিং করেন ৩০ গজের ভেতরে বোলারদের আশে পাশে। তবে বাংলাদেশ অধিনায়ক বেশিরভাগ সময় ছিলেন বাইরে। আর তা কোচদের চাওয়াতেই।

দিন শেষে তাই সংবাদ সম্মেলনে মুশফিকের কাছে স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল এটি নিয়ে। কিছুটা ক্ষোভ ও অসহায়ত্ব নিয়ে মুশফিক জানান, কোচরা চেয়েছেন আমি যেন বাইরে বাইরে ফিল্ডিং করি। কারণ, আমি নাকি ফিল্ডার হিসেবে ভাল না। আমি সামনে থাকলে নাকি রান হয়ে যায়। বা আমার হাতে ক্যাচ-ট্যাচ আসলে নাকি (ধরার) চান্স থাকে না। টিম ম্যানেজমেন্ট যেটা বলবে, সেটা তো আমাকে করতে হবে।

বাইরে থাকলেও বোলারদের অনুপ্রাণিত করার বিষয়ে মুশফিক বলেন, টিম ম্যানেজমেন্টের চাওয়া অনুযায়ী আমি চেষ্টা করেছি বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকার। তবে যখন ভেতরে ছিলাম তখন বোলারদের সঙ্গে কথা বলেছে, চেষ্টা করেছি অনুপ্রাণিত করার।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে নিজের ব্যাটিং পজিশন টিম ম্যানেজমেন্টের চাওয়া অনুযায়ী হয় বলে জানান মুশফিক। আর এ সফরে ফিল্ডিং কই করবেন তাও টিম ম্যানেজমেন্ট ঠিক করে দেয় বলে জানালেন।

Be the first to comment on "মুশফিকের ফিল্ডিং পজিশনও ঠিক করে দেন কোচ!"

Leave a comment

Your email address will not be published.




twelve + 14 =