নিউজ ডেস্ক : ব্লুমফন্টেইনে প্রথম দিন ভালো মতো শেষ হলেও দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়ানোর আগে বাগড়া বেধেছে বৃষ্টি। শুক্রবার রাত থেকে শুরু হয়ে বৃষ্টি থেমেছে শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে। ভেজা মাঠ খেলার উপযোগী করার কাজ চলছে। তাই দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে।
এর আগে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও টসে জিতে ফিল্ডিং বেছে নেয়ার মাশুল দিচ্ছে বাংলাদেশ। ব্লুমফন্টেইন টেস্টের প্রথম দিনে টাইগার বোলারদের একেবারে হেসে খেলে সামলেছে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ২৪৩ রান তুলেন ডিন এলগার আর এইডেন মার্করাম। এলগারকে ১১৩ রানে আউট করেন শুভাশীষ রায়। এরপর দুর্দান্ত এক ডেলিভারিতে মার্করামকে বোল্ড করেন রুবেল হোসেন। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ব্যাটসম্যান আউট হন ১৪৩ রান করে। আর টেম্বা বাভুমাকে ৭ রানে সাজঘরে ফিরিয়ে দ্বিতীয় উইকেটের দেখা পান শুভাশীষ।
তবে ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে প্রথম দিনই তারা তুলে ফেলেছে ৩ উইকেটে ৪২৮ রানে। দিন শেষে সেঞ্চুরি থেকে ১১ রান দূরে আমলা। ৬২ রানে শুরু করবেন ডু প্লেসি।
Be the first to comment on "বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি"