সারাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু

Print Friendly, PDF & Email

বাহান্ন প্রতিবেদক : সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের (২০১৭-১৮) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় সারাদেশে একযোগে শুরু হওয়া এ পরীক্ষা চলবে বেলা ১১ টা পর্যন্ত।

এ বছর বছরের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮২ হাজার ৭৮৮ শিক্ষার্থী আবেদন করেছেন। দেশে সরকারি ৩১টি মেডিকেল কলেজের মোট আসন সংখ্যা ৩ হাজার ৩১৮টি।

স্বাস্থ্য অধিদফতরের অধীনে রাজধানীসহ সারা দেশের ২০টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচেছ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবারের মতো এবারও পরীক্ষা কেন্দ্রে মোবাইল, ক্যালকুলেটর, ঘড়িসহ সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা শুরুর ১০ মিনিট পর কাউকে কেন্দ্রে প্রবেশ না করতে দেয়ার সিদ্ধান্ত রয়েছে।

আদালতের নির্দেশে এবার দ্বিতীয়বার ভর্তিচ্ছু পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে।

Be the first to comment on "সারাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু"

Leave a comment

Your email address will not be published.




five + 5 =