নিউজ ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আগামী মৌসুমের জন্য সাকিব আল হাসানকে রেখে দিয়েছে পেশোয়ার জালমি। আর কুয়েটা গ্ল্যাডিয়েটর্স ধরে রেখেছে মাহমুদউল্লাহ রিয়াদকে। দুইজনই দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরি ‘ডায়মন্ড’ ক্যাটাগরির খেলোয়াড়।
গত মৌসুমে পেশোয়ারের হয়ে ৫টি ম্যাচ খেলেন সাকিব। ব্যাট হাতে মাঠে নামেন ৪ ম্যাচে। সর্বোচ্চ ৩০ রান করেছিলেন তিনি। আর পাঁচ ম্যাচের চারটি বল করে নেন ৫ উইকেট।
এদিকে গতবার প্লেয়ার্স ড্রাফটের তালিকার বাইরের খেলোয়াড় হিসেবে পাকিস্তান সুপার লিগে খেলেন মাহমুদউল্লাহ। কুয়েটার হয়ে ৬ ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তিন ইনিংসে। ২টিতে ছিলেন নট আউট। আর রান করেছিলেন ৩৭। এছাড়া ৬ ম্যাচের ৫ ইনিংসে বল করে নেন ৭ উইকেট।
Be the first to comment on "সাকিবকে পেশোয়ার মাহমুদউল্লাহকে ধরে রাখল কুয়েটা"