নিউজ ডেস্ক : দেশসেরা পেসার মাশরাফির ৩৫তম জন্মদিন ছিল বৃহস্পতিবার। জন্মদিনে মাশরাফিকে শুভেচ্ছা জানাতে ভুলেননি বিশ্বব্যাপী মাশরাফি ভক্তরা। ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং টুইটারে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে মাশরাফিকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
নিজেদের ফেসবুকে মাশরাফিকে কিংবদন্তি উল্লেখ করে আইসিসি লিখেছে, ‘বাংলাদেশের কিংবদন্তি মাশরাফি বিন মুর্তজাকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার দেখা মাশরাফির সেরা বোলিং পারফরম্যান্স কোনটি?’ সেখানে মাশরাফির ১৬ বছরের ক্যারিয়ারের একটি ছোট্ট পরিসংখ্যানও উল্লেখ করে আইসিসি।
এদিকে ফেসবুকের পাশাপাশি টুইটার থেকেও মাশরাফিকে জন্মদিনের শুভেচ্ছা জানায় আইসিসি। সেখানে তারা লিখেছে, ‘শুভ জন্মদিন ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক (২৩১ উইকেট) এবং ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।’
Be the first to comment on "মাশরাফিকে জন্মদিনের শুভেচ্ছা জানাল আইসিসি"