নিউজ ডেস্ক : ব্রাজিলের একটি শিশু পরিচর্যাকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় চার শিশু এবং এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এক নিরাপত্তারক্ষী
ওই চাইল্ড কেয়ার সেন্টারে আগুন ধরিয়ে দেন। খবর বিবিসি।
পুলিশ জানিয়েছে, মিনাস গেরেইস রাজ্যের দূরবর্তী শহরে অবস্থিত ওই চাইল্ড কেয়ারে আগুন ধরানোর পর নিরাপত্তারক্ষী নিজের গায়েও আগুন ধরিয়ে দেয়।
অগ্নিকাণ্ডে আহত ২৫ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে অধিকাংশই শিশু যাদের বয়স চার থেকে পাঁচ বছর।
পরিচর্যাকেন্দ্রে আগুন ধরিয়ে দেয়া ওই নিরাপত্তারক্ষীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। ওই নিরাপত্তারক্ষীর নাম দামিয়াও সোয়ারস দোস সান্তোস। বয়স ৫০ বছর। আহত অবস্থায় তিনি হাসপাতালে মারা গেছেন।
ওই নিরাপত্তারক্ষী পরিচর্যাকেন্দ্রে কেন আগুন ধরিয়ে দিলেন সে বিষয়ে তদন্ত চলছে। প্রেসিডেন্ট মিসেল তেমের এক টুইটে এই ধরনের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘শিশুদের পরিচর্যাকেন্দ্রে এ ধরনের হামলার ঘটনায় আমি খুবই দুঃখিত। হতাহতদের পরিবারের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি। এটা সত্যিই খুব খুব দুঃখজন।’
Be the first to comment on "ব্রাজিলে শিশু পরিচর্যাকেন্দ্রে আগুনে ৪ শিশুর মৃত্যু"