নিউজ ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন পরিচালনার জন্য ক্রীড়া সচিব মোঃ আসাদুল ইসলাম মিয়াকে প্রধান করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) বিসিবি জরুরি বোর্ড মিটিং ডেকে এই সিদ্ধান্ত নেয়া হয়। ক্রীড়া সচিব নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন এবং তিনিই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।
গতকালই (বুধবার) বিসিবির নির্বাচন কমিশন গঠনের বিষয়টি নিশ্চিত করেছিলেন নাজমুল হাসান পাপন। তবে তখন তিনি তিন সদস্যের কমিটির কথা বলেছিলেন।
Be the first to comment on "বিসিবির নির্বাচন কমিশন গঠন"