কার হাতে উঠছে শান্তির নোবেল

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : প্রতি বছরের মতো এবারও শুরু হয়ে গেছে নোবেল পুরস্কার ঘোষণা। স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে নোবেল কমিটি চলতি বছরের নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে চিকিৎসায় নোবেল জয়ীর নাম ঘোষণার মাধ্যমে। খবর গার্ডিয়ান।

প্রত্যেক বছরের মতো এ বছরও চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি, ও অর্থনীতির সম্ভাব্য নোবেল বিজয়ীদের নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। ইতোমধ্যে চিকিৎসা, পদার্থ এবং রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

সুইডেনের স্টকহোমে নোবেল পুরস্কার কমিটি আগামী শুক্রবার চলতি বছরে শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করবে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কার হাতে উঠছে ২০১৭ সালের শান্তির নোবেল?

৩১৮টি ব্যক্তি প্রতিষ্ঠান শান্তিতে নোবেল বিজয়ীর সম্ভাব্য তালিকায় রয়েছে। তবে গত ৫০ বছর ধরে সম্ভাব্য বিজয়ীর তালিকা গোপনই রেখে আসছে নোবেল কমিটি। একেবারে বিজয়ীর নামটাই প্রকাশ করা হয়। আর সে কারণেই নোবেল পুরস্কার নিয়ে জল্পনা কল্পনার শেষ থাকে না।

এখনও পর্যন্ত শান্তিতে নোবেলের মনোনয়ন তালিকায় যাদের নাম রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে ও যাদের নাম রয়েছে বলে গুঞ্জণ রয়েছে তারা হলেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, জুলিয়ান অ্যাসেঞ্জ, লিওনার্দো ডিক্যাপ্রিও, জো কক্স, বুলগেরিয়ার অর্থোডক্স চার্চ, ডেভিড বোয়ি, ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প।

তবে নরওয়ের পিস রিসার্চ ইনস্টিটিউটের শান্তিতে নোবেল বিজয়ীর সম্ভাব্য তালিকায় যাদের নাম বেশি শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন- ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান ফেডেরিকা মোঘিরিনি, স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেট এবং সংস্থাটির প্রধান রায়েদ আল সালেহ, তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম কুমহুরিয়েত পত্রিকা এবং এর সম্পাদক কান দুনদার, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, পোপ ফ্রান্সিস, আমেরিকান সিভিল লিবারটিস ইউনিয়ন এবং রাইফ বাদাওয়ী। দেখা যাক এসব তালিকা থেকে শান্তিতে নোবেল পুরস্কার কার হাতে ওঠে।

Be the first to comment on "কার হাতে উঠছে শান্তির নোবেল"

Leave a comment

Your email address will not be published.




3 + eighteen =