সিনেপ্লেক্সে রানী ভিক্টোরিয়ার গোপন প্রেম কাহিনী!

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : রানী ভিক্টোরিয়ার সঙ্গে সামান্য এক দাস আবদুল করিমের বন্ধুত্ব নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের কমতি নেই। আজও একটা বড় রহস্য রয়ে গেছে বিষয়টি নিয়ে। এবার চলচ্চিত্রের পর্দায় উঠে এসেছে সেই গোপন বন্ধুত্ব। স্টিফেন ফ্রেয়ার্সের পরিচালনায় ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’ ছবিতে দেখা যাবে তাদের জীবনের কিছু অজানা ঘটনা।

রানী ভিক্টোরিয়া ও আবদুল করিমের গল্প নিয়ে ২০১০ সালে ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল: দ্য ট্রু স্টোরি অব দ্য কুইন ক্লোজেস্ট’ নামে একটি বই প্রকাশ করেন ভারতীয় লেখিকা শ্রাবণী বসু। তার লেখা সেই বইটি অবলম্বনে নির্মিত হয়েছে এ চলচ্চিত্র। এতে ভিক্টোরিয়ার চরিত্রে অভিনয় করেছেন জুডি ডেঞ্চ। আর আবদুল করিমের চরিত্রে আলি ফজল।

আলোচিত এ ছবি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পর এবার মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে। ৬ অক্টোবর থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখতে পাবেন দর্শকরা। ৪ অক্টোবর সন্ধ্যায় ছবির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। আমন্ত্রিত অতিথিরা এই শো উপভোগ করতে পারবেন বলে জানান স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

Be the first to comment on "সিনেপ্লেক্সে রানী ভিক্টোরিয়ার গোপন প্রেম কাহিনী!"

Leave a comment

Your email address will not be published.




two × four =