শেষ হচ্ছে ধারাবাহিক নাটক ‘অপরাজিতা’

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : প্রখ্যাত ঔপন্যাসিক আশাপূর্ণা দেবীর কালজয়ী উপন্যাস ‌‘বালুচরী’ অবলম্বনে নির্মিত দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘অপরাজিতা’ আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) মোট ৫৭৫ পর্ব সম্পন্ন করে শেষ হতে যাচ্ছে। সম্প্রচারে আসার প্রথম দিন থেকেই দীপ্ত টিভি ধারাবাহিকটি প্রচার করে আসছে।

হার না মানা এক নারীর গল্প অপরাজিতা প্রথম থেকেই দর্শকপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়। ঢাকার আটপৌঢ়ে পরিবারের মেয়ে মন্দিরা নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ভাই-বোনদের প্রতিষ্ঠা করে চলে আপন আত্মত্যাগে। মন্দিরার ভালোবাসা আর ত্যাগ দর্শকদের এই নাটকে আটকে রাখে।

দীর্ঘ সময় ধরে দর্শকদের বিনোদনে প্রথম সারিতে থেকে সুসম্পন্নভাবে শেষ হওয়ায় অপরাজিতা নাটকের অভিনয়শিল্পী ও কলাকুশলীসহ দীপ্ত পরিবার আনন্দিত।

অপরাজিতা মেগা সিরিয়ালটি রচনা করেছেন জুনায়েদ হোসেন ও নুসরাত জাহান। নাটকটি পরিচালনা করেছেন ফিরোজ কবির ডলার। এতে মূল চরিত্র মন্দিরা হয়ে পর্দায় এসেছেন নাইরুজ সিফাত। আরও ছিলেন আফজাল কবীর, চিত্রলেখা গুহ, সায়মা করিম, মাহবুবা রেজানূর, আতিক রহমান, নুসরাত জাহান খান, শারমীন আঁখী, রিমা আরো অনেকে।

Be the first to comment on "শেষ হচ্ছে ধারাবাহিক নাটক ‘অপরাজিতা’"

Leave a comment

Your email address will not be published.




eight + 2 =