নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াগামী এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে বিমানবন্দরের ভেতর থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা তাকে আটক করেন।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি (মিডিয়া) তারিক আহমেদ আস সাদিক এ তথ্য নিশ্চিত করে জানান, আটক রোহিঙ্গা নারীর নাম রামিদা বেগম। তার বাড়ি মিয়ানমারের মংদু এলাকায়। সে গত এক বছর যাবত বাংলাদেশে বসবাস করে আসছেন।
তিনি বলেন, সম্প্রতি তিনি যশোরের মনিরামপুর এলাকায় ভুয়া ঠিকানা দিয়ে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করেছে এবং চট্টগ্রামের চার আদম ব্যবসায়ীর মাধ্যমে বাংলাদেশি ৪০ হাজার ও মালয়েশিয়ার ৭ হাজার রিঙ্গিত দিয়ে সে দেশের ভিসা করেছেন। মঙ্গলবার মালিন্দ এয়ারের ওডি-১৬১ ফ্লাইটে তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল।
চট্টগ্রামের ওই চার আদম ব্যবসায়ী হলেন- আল হাফিজ আব্দুল রহিম, মো. আমির হোসেন, ফুরকান ও জয়নাল। মঙ্গলবার রাতে আল হাফিজ আব্দুল রহিম তাকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে বিমানবন্দরে নিয়ে আসেন।
Be the first to comment on "শাহজালাল বিমানবন্দরে মালয়েশিয়াগামী রোহিঙ্গা নারী আটক"