নিউজ ডেস্ক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমন উল্টে চালকের মৃত্যু হয়েছে। নবাবগঞ্জ থানার এসআই আলমগীর কবির জানান, মঙ্গলবার রাতে ঢাকা-দোহার সড়কের মাঝিরকান্দা চালনাই ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মিঠুন হোসেন (৩০) দোহার উপজেলার চর লটাখোলা এলাকার আবুল হোসেনের ছেলে। দোহারের জয়পাড়া বাজার থেকে নসিমনে করে এক ব্যবসায়ীর মালামাল নিয়ে নবাবগঞ্জে আসার পথে তিনি দুর্ঘটনায় পড়েন।
মৈনট ঘাট থেকে গুলিস্থানগামী যমুনা পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে নসিমনটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই মিঠুনের মৃত্যু হয় বলে জানান এসআই আলমগীর। তিনি জানান, নিহতের পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মঙ্গলবার রাতে মিঠুনের লাশ হস্তান্তর করা হয়েছে।
Be the first to comment on "নবাবগঞ্জে বাসের ধাক্কায় নসিমন চালকের মৃত্যু"