টি-টেন ক্রিকেটে আইকন খেলোয়াড় সাকিব?

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল টেস্ট দিয়ে। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের আবির্ভাব হয়। এবার ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছে টি-টেন। আর টুর্নামেন্টের প্রথম আসরে আইকন খেলোয়াড় হিসেবে দেখা যেতে পারে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

আগামী ডিসেম্বরে টুর্নামেন্ট শুরু হবে শারজায়। চারটি দলের আইকন ক্রিকেটার হতে পারেন সাকিব, মিসবাহ-উল-হক, ওয়েন মরগান ও ক্রিস গেইল। শুভেচ্ছা দূত কুমার সাঙ্গাকারা, বীরেন্দর শেবাগ ও শহিদ আফ্রিদি। পাশাপাশি টুর্নামেন্টে খেলবেনও তারা। মঙ্গলবার দুবাইয়ের টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত পরিকল্পনা জানানো হয়।

১০ ওভারের ম্যাচটি শেষ হবে ৯০ মিনিটে। আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্ট শেষ হবে ২৪ ডিসেম্বর। টুর্নামেন্টে অংশ নেবে চারটি দল। আগামী ২৫ অক্টোবর ১২০ ক্রিকেটারকে নিয়ে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট হবে দুবাইতে।

Be the first to comment on "টি-টেন ক্রিকেটে আইকন খেলোয়াড় সাকিব?"

Leave a comment

Your email address will not be published.




fifteen − 13 =