নিউজ ডেস্ক : বক্সিং ডে উপলক্ষে ঐতিহ্য মেনে প্রতি বছরই খেলা থাকে দক্ষিণ আফ্রিকার। ঐতিহ্য ধরে রেখে এ বছরও ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট খেলতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে ওই সময় শ্রীলঙ্কার বিপক্ষে কোহলিদের সিরিজ থাকায় সে স্বপ্ন পূরণ হচ্ছে না প্রোটিয়াদের। তাই ওই সময় জিম্বাবুয়ের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রি চারদিনের টেস্ট খেলতে চাচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
কিন্তু চারদিনের টেস্ট খেলার বিষয়ে একেবারেই একমত নয় প্রোটিয়া ক্রিকেটাররা। দলীয় অধিনায়ক ফাফ ডু প্লেসি বলেন, ‘আমি বিশ্বাস করি একটি সত্যিকারের টেস্ট ম্যাচের জন্য পাঁচদিন সময় দিতে হয়। আর সেটিই হচ্ছে টেস্ট ম্যাচের বৈশিষ্ট্য।’
ডু প্লেসি আরও বলেন, ‘আমি পাঁচ দিনের টেস্টের অনুরাগী। আমার মতে একটি সত্যিকারের টেস্ট ম্যাচের ফলাফল পাঁচদিনের আগে নির্ধারণ হয় না। এ কারণেই টেস্ট ক্রিকেটকে আলাদা মর্যাদা দেয়া হয়। অন্য দিকে চারদিনের ম্যাচ হওয়ায়ই প্রথম শ্রেণির ক্রিকেটকে অনেক সহজ মনে হয়।’
সদ্য বিদায়ী দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হারুন লরগাত অনানুষ্ঠানিক আলাপ-আলোচনার মাধ্যমে চার দিনের টেস্ট খেলার বিষয়টি সামনে নিয়ে এসেছিলেন। খেলোয়াড়দের সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্তটি গ্রহণের কথা ছিল। তবে সেই আলোচনা ছাড়াই আগামী ডিসেম্বরে চার দিনের দিবা-রাত্রির টেস্ট আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দেয় সিএসএ।
Be the first to comment on "চারদিনের টেস্ট খেলতে চায় না ডু প্লেসিরা"