নিউজ ডেস্ক : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, শেখ হাসিনা সাহসী বাবার সাহসী সন্তান। তার পক্ষেই সম্ভব জাতিসংঘে এমন জোরালো বক্তব্য তুলে ধরা, রোহিঙ্গাদের মায়ের মমতায় অাশ্রয় দেয়া ও পদ্মা সেতুর মতো কাজ বাস্তবায়ন করা। তিনি ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির তৃতীয় তলায় স্বাধীনতা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদে ‘২৫ মার্চকে অান্তর্জাতিক গণহত্যা দিবস পালন’ এবং রোহিঙ্গাদের সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে জাতিসংঘে ৫ দফা প্রস্তাব উত্থাপন ও তাদের সহযোগিতায় বিশ্ববাসীকে এগিয়ে অাসার অাহ্বান জানানোর জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ, অভিনন্দন জানানো ও তা বাস্তবায়নের দাবিতে এ সংবাদ সম্মেলনের অায়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাজাহান খান আরও বলেন, অামাদের সংগঠনে প্রায় ১০০ সংগঠন রয়েছে। অামরা টেকনাফে অাশ্রিত রোহিঙ্গাদের জন্য শতাধিক ট্রাক ভর্তি ত্রাণ সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। অবিলম্বে এই যাত্রা শুরু করবে।
সংবাদ সম্মেলনে শিরিন অাক্তার, ইসমত কাদির গামা, রোকেয়া প্রাচী, অাবদুল মালেক মিয়া, মোসলেম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
Be the first to comment on "শেখ হাসিনা সাহসী বাবার সাহসী সন্তান : নৌপরিবহনমন্ত্রী"