রোহিঙ্গা শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে তুরস্ক

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : মিয়ানমারের রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি দেয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। দেশটির উপ-প্রধানমন্ত্রী বলেছেন, রাখাইনের বাস্তুচ্যুত রোহিঙ্গা শিক্ষার্থীদের একটি দল তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুযোগ পাবেন।

তুরস্কের উপ-প্রধানমন্ত্রী হাকান কাভুসোগলু বলেছেন, ‘তার দেশ ৫৩ রোহিঙ্গা মুসলিম শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি দেবে।’

রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু নিউজ অ্যাজেন্সির সঙ্গে আলাপকালে হাকান বলেন, ‘মিয়ানমারের অস্থিতিশীল রাখাইন প্রদেশের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম শিক্ষার্থীরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ, আইন, রাজনীতি ও মানবাধিকার বিষয়ে পড়াশুনার সুযোগ পাবেন।’

ইতোমধ্যে তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১৫ রোহিঙ্গা শিক্ষার্থী পড়াশুনা করছেন বলেও জানান তিনি। কাভুসোগলু বলেন, ‘তুর্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অপারেশন অ্যাজেন্সি (টিকা) রোহিঙ্গা মুসলিমদের জন্য প্রায় এক হাজার টন খাবারের প্যাকেট পাঠিয়েছে।’

তিনি বলেন, ‘রোহিঙ্গা মুসলিমদের জন্য খাবার এবং স্বাস্থ্য সুবিধার সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক। আমরা ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক স্থাপন করবো (শরণার্থী শিবিরে)।’

হাকান কাভুসোগলু বলেন, ‘তুরস্ক বাংলাদেশে প্রায় ২০ হাজার রোহিঙ্গা শরণার্থীর খাবার সরবরাহ করবে এবং তাদের বাড়ি-ঘর নির্মাণে সহায়তা করবে।’

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, গত ২৫ আগস্ট রাখাইনে সহিংসতা ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় ৫ লাখ ৭ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে।

সূত্র : আনাদোলু।

Be the first to comment on "রোহিঙ্গা শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে তুরস্ক"

Leave a comment

Your email address will not be published.




four × 2 =