মাদারীপুরে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : মাদারীপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন সদর উপজেলার দুধখালি ইউনিয়নের হাউসদি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মাদারীপুর শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে পুরাতন বাস স্ট্যান্ডের দিকে আসার সময় সার্বিক পরিবহনের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইজিবাইকে থাকা যাত্রী ফরহাদ হোসেন ঘটনাস্থলেই মারা যান। এতে আরও অন্তত পাঁচ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ফরহাদের স্ত্রী গত রাতে মাদারীপুর সদর হাসপাতালে সন্তান প্রসব করেন। সকাল ৭টার সময় নবজাতকের মৃত্যু ঘটে। ফরহাদ ও ফরহাদের পরিবারের লোকজন নবজাতকের মরদেহ নিয়ে সদর উপজেলার দুধখালি ইউনিয়নের হাউসদি গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ফরহাদের মৃত্যু হয়। ফরহাদের স্ত্রী এখনও সদর হাসপাতালে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি এখনও জানেন না তার স্বামী এবং সন্তান দুজনই মারা গেছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Be the first to comment on "মাদারীপুরে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত"

Leave a comment

Your email address will not be published.




eighteen − nine =