নিউজ ডেস্ক : ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট (পূর্ণাঙ্গ) সভা অনুষ্ঠিত হবে। সোমবার দুপুর ২টা ১৫ মিনিটে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত থাকবেন।
এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছেন ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক।
উল্লেখ্য, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) আজ মঙ্গলবার থেকে এক মাসের ছুটিতে যাচ্ছেন। তিনি ছুটিতে থাকাকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।
Be the first to comment on "ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে দুপুরে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ সভা"