ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় তে-নিন প্রদেশে আজ সোমবার দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ছয়জন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। খবর সিনহুয়ার।

 

প্রাদেশিক পুলিশ জানায়, দং মিন চাউ জেলায় দু’টি কোচের মধ্যে ভয়াবহ এ সংঘর্ষের ঘটনা ঘটে। কোচ দু’টির একটি ১৬ আসন এবং অপরটি ৩৫ আসন বিশিষ্ট ছিল। আহতদের তে-নিন ও হো চি মিন সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছোট গাড়ির সকলেই ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় আন গিয়াং প্রদেশ থেকে তে-নিনে একটি বৌদ্ধ মন্দিরে যাচ্ছিল। ভিয়েতনামের ট্রাফিক পুলিশ বিভাগ জানায়, দেশটিতে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিগত নয় মাসে ১৪ হাজার ৩৫২টি সড়ক দুর্ঘটনায় ৬ হাজার ১২২ জন নিহত ও ১১ হাজার ৭৫৯ জন আহত হয়েছে।

সূত্র: সিনহুয়া।

 

Be the first to comment on "ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় নিহত ৬"

Leave a comment

Your email address will not be published.




twenty − one =