নিউজ ডেস্ক : ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজটা ৪-১ ব্যবধানে জিতেছে ভারত। ৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের টি-২০ সিরিজ। এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। টি-২০ দলে জায়গা পেয়েছেন বর্ষীয়ান পেসার আশীষ নেহরা। ফিরেছেন আরেক অভিজ্ঞ উইকেটরক্ষক দিনেশ কার্তিক।
স্ত্রীর অসুস্থতার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলতে পারেননি শেখর ধাওয়ান। তিনিও ফিরছেন টি-২০ দলে। বাদ পড়েছেন টপঅর্ডার ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে আর পেসার শার্দুল ঠাকুর।
ভারতের টি২০ দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, মনিশ পান্ডে, কেদার যাদব, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, আশীষ নেহরা, অক্ষর প্যাটেল।
Be the first to comment on "ভারতের টি-২০ দলে নেহরা-কার্তিক"