নারী গাড়ি চালকের বড় বাজার হচ্ছে সৌদিতে!

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ভাড়ায় চালিত গাড়ির কোম্পানি, ব্যবসায়ীক প্রতিষ্ঠান এবং সৌদি নাগরিকরা বিদেশি নারী গাড়ি চালক নিয়োগ করতে যাচ্ছেন। গত সপ্তাহে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এক আদেশ জারি করে দেশটিতে নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়েছেন। এর ফলে শিগগিরই বিদেশি নারী গাড়ি চালকদের বিশাল বাজার সৌদিতে তৈরি হতে যাচ্ছে বলে প্রত্যাশা করেছেন দেশটির ব্যবসায়ীরা।

জেদ্দাহর আরাফাত রিক্রুটমেন্টের প্রতিনিধি আলম রাজাক বলেন, ‘সরকারের নিয়ন্ত্রক সংস্থাগুলো যদি অনুমতি দেয় তাহলে বিদেশি নারী চালক নিয়োগ করা হবে। তবে গণ-পরিবহনসহ, নারী ও শিশুদের পরিবহনের উন্নতিতে একটি দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।’

‘নিয়োগকারী সংস্থা ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলো নতুন আইনের জন্য অপেক্ষা করছে; যা আগামী কয়েক মাসের মধ্যে পাস হতে পারে।’

সাধারণত নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়ায় বিদেশি নারী চালকের ওপর নির্ভরতা কমবে। বর্তমানে দেশটিতে ১৩ লাখের বেশি নারী গাড়ি চালাচ্ছেন।

স্মার্টফোন অ্যাপ্লিকেশন নির্ভর ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান কারিমের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আব্দুল্লাহ ইলিয়াস বলেন, ‘ব্যবসার সম্প্রসারণ ঘটবে বলে তিনি প্রত্যাশা করছেন। সরকারি সিদ্ধান্তের ফলে ভাড়ায় চালিত-কার-কোম্পানি অথবা কারিমের মতো আন্তর্জাতিক কোম্পানির ওপর বড় ধরনের কোনো প্রভাব পড়বে না।’

সৌদি আরবের নতুন এই বাজারে এক লাখ বিদেশি নারী গাড়ি চালক নিয়োগের পরিকল্পনা করছে কারিম।

সৌদি আরবের প্রখ্যাত ইসলামিক স্কলার ও সমাজকর্মী জুলকারনাইন বলেন, আরেকটি ভালো দিক হচ্ছে, মেয়েদের স্কুল অথবা বিশ্ববিদ্যালয়ে আনা-নেয়ার জন্য এখন থেকে বিদেশি দক্ষ নারী চালকদের নিয়োগের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, ‘পুরুষদের তুলনায় নারী চালকরা অনেক ভালো। কেননা তারা বাড়ির ভেতরে থাকতে পারবেন। একই সঙ্গে গৃহস্থালির কাজেও সহায়তা করতে পারবেন। এর ফলে আলাদা করে নারী গৃহকর্মীর প্রয়োজন হবে না।’

সৌদি এই সমাজকর্মী বলেন, ‘সৌদি আরবের অনেক পরিবারই বিদেশি শ্রমিক নিয়োগ করবেন। বিশেষ করে গতানুগতিক শ্রম-রফতানিকারক দেশগুলো থেকে।’

দেশটির নারী ব্যবসায়ী নোরা আল-হামদান বলেন, ‘নারীরা গাড়ি চালানো শুরু করেছেন। সুতরাং শিগগিরই নারীবান্ধব পরিবেশ তৈরি হবে। যদিও এখনো দীর্ঘপথ বাকি আছে, তবে দিনে দিনে পরিস্থিতির উন্নতি হবে।’

পাকিস্তানি বংশোদ্ভূত সৌদি শিক্ষক মাদিহা খাতুন বলেন, ‘এটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে, পুরুষের তুলনায় নারীরা অনেক ভালো চালক। যা অনেক জরিপে প্রমাণিত হয়েছে।’

সূত্র : আরব নিউজ।

Be the first to comment on "নারী গাড়ি চালকের বড় বাজার হচ্ছে সৌদিতে!"

Leave a comment

Your email address will not be published.




3 + 6 =