নিউজ ডেস্ক : দিনাজপুরে বাসের ধাক্কায় এক আটোরিকশার চালক ও আরোহীর প্রাণ গেছে।
কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, সদর উপজেলা পরিষদের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে আজ সোমবার সকাল সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চালক মান্দার আলী (৩৫) ও জাহাঙ্গীর আলম (৩২)।
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ধাওয়া করে চেহেলগাজী মাজার সড়কে বাসটিকে আটক করে এবং এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল আবার স্বাভাবিক হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
লাশ ময়নাতদন্তের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Be the first to comment on "দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২"