নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যৌথসভা হবে ৩ অক্টোবর (মঙ্গলবার)। এদিন বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডিতে দলটির সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।
দলের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য গতকাল রবিবার জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দলের সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের দলীয় সকল সংসদ সদস্য সভায় উপস্থিত থাকবেন।
সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।
Be the first to comment on "আ.লীগের যৌথসভা ৩ অক্টোবর"