রাজশাহীতে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : রাজশাহীর বাগমারা উপজেলার সুতিরবিলে মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলে নিহত হয়েছেন। এতে আরও ৯ জেলে আহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বড়বিহানলী ইউনিয়নের পশ্চিমকান্দি এলাকার সেকেন্দার আলীর ছেলে জালাল উদ্দিন (৩৫), তার ভাতিজা খোরশেদ আলম (৩৪) ও তাদের আত্মীয় একই গ্রামের বশির উদ্দিনের ছেলে আবুল হোসেন (৩৮)।

বড়বিহানলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহামুদুর রহমান মিলন এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে নৌকা নিয়ে সুতিরবিলে বিলে মাছ ধরতে গিয়েছিল ওই জেলে দল। দুপুরে ১২টার দিকে তুমুল বৃষ্টিপাত শুরু হয়। এরপর নৌকায় বজ্রপাত হলে ওই তিন জেলে বিলের পানিতে পড়ে যান। খবর পেয়ে দমকল কর্মীরা পৌঁছার আগেই মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা। বজ্রপাতে নৌকার ওপরে থাকা ৯ জেলেও জ্ঞান হারান। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেয়ার কথা জানিয়েছেন বলেও জানান ইউপি চেয়ারম্যান মাহামুদুর রহমান।

Be the first to comment on "রাজশাহীতে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.




twenty − 17 =