নিউজ ডেস্ক : মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের (মিনুসমা) ফোর্স কমান্ডার মেজর জেনারেল জ্যাঁ-পল ডিকোনিনক সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ঢাকা সেনানিবাসের সেনা সদর দফতরে রোববার এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও মালিতে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের কার্যক্রম, প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে মেজর জেনারেল জ্যাঁ-পল ডিকোনিনক মালিতে বাংলাদেশি শান্তিরক্ষীদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
এর আগে তিনি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
গার্ড অব অনার শেষে সেনাকুঞ্জ এলাকায় তিনি বৃক্ষরোপন করেন।
উল্লেখ্য, মালিতে নিহত তিন বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহসহ মেজর জেনারেল জ্যাঁ-পল ডিকোনিনকের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল তিনদিনের সফরে গতকাল শনিবার ঢাকায় পৌঁছান।
সফরকালে তারা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়া তারা বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) ও সেনাবাহিনীর একটি স্থাপনা পরিদর্শন করবেন। আগামীকাল সোমবার তারা ঢাকা ত্যাগ করবেন।
Be the first to comment on "সেনাপ্রধানের সঙ্গে শান্তিরক্ষী মিশনের ফোর্স কমান্ডারের সাক্ষাৎ"