নিউজ ডেস্ক : নোয়াখালী জেলার সুবর্ণচরে পারিবারিক কলহের জেরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী নুর জাহান বেগমের (৩৬) মৃত্যু হয়েছে।
শনিবার রাতে উপজেলার চরআমান উল্যা ইউনিয়নে এই ঘটনা ঘটে। নুর জাহান বেগম ওই ইউনিয়নের নাছির ব্যাপারী বাড়ির মো. আজিমের স্ত্রী। ঘটনার পর আজিমকে আটক করেছে চরজব্বর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে আজিমের সঙ্গে স্ত্রী নুর জাহানের কলহ চলছিল। গতরাতে নুর জাহানের সঙ্গে আজিমের পারিবারিক বিষয়ে আবারো ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আজিম উত্তেজিত হয়ে নুর জাহানকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে নুর জাহান গুরুতর আহত হয়। পরে রাতেই বাড়ির লোকজন নুর জাহানকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
Be the first to comment on "সুবর্ণচরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু"