নিউজ ডেস্ক : শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে মাস ব্যাপী বিনা মূল্যে স্তন ক্যান্সার পরীক্ষা (ফ্রি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং) করণ কর্মসূচি শুরু হয়েছে। ব্রেস্ট (স্তন) ক্যান্সার সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে অক্টোবরের ১ হতে ৩১ তারিখ পর্যন্ত এ কর্মসূচি নেওয়া হয়েছে।
প্রতিদিন সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলাকালে শতকরা ৩০ ভাগ হ্রাসকৃত মূল্যে ব্রেস্ট আলট্রাসাউন্ড এর সুযোগ দেয়া হয়েছে সকল রোগীদের জন্যে। হাসপাতালের বিশেষজ্ঞরা ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে আগ্রহ তৈরী করে নিজের ব্রেস্ট নিজে কিভাবে পরীক্ষা করতে হবে সে সম্পর্কে জ্ঞান দিয়ে থাকেন। ‘জেগে উঠুন, জেনে নিন- শ্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি চলাকালে হাসপাতালের ম্যানেজমেন্ট, বিশেষজ্ঞ চিকিৎসকসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা মাস ব্যাপী গোলাপী রিবন পরিধান করবেন।
বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার রোগ নির্ণয় করতে পারলে চিকিৎসার মাধ্যমে তা পরিপূর্ণ নির্মূল সম্ভব।
হাসপাতালের কর্মকর্তা আবুল হাসান জানান, বছর জুড়ে বিভিন্ন স্বাস্থ্য সেবা দিবস উপলক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর তেতুঁইবাড়িস্থিত এ হাসপাতালে নানা কর্মসূচি পালিত হয়। এরমধ্যে আগামী ২৩ অক্টোবর ফ্রি হার্ট ক্যাম্প এবং ২৩ নবেম্বর হতে ৭ ডিসেম্বর বিনা মূল্যে প্লাস্টিক সার্জারী ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। সার্জারী ক্যাম্পে ৬ জন হাঙ্গেরী ও জার্মানিসহ বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা দিবেন। বঙ্গমাতার নামে প্রতিষ্ঠিত ও মালয়েশিয়ার কেপিজে হেলথকেয়ার বারহাদ কর্তৃক এ হাসপাতালটি পরিচালিত হচ্ছে। চিকিৎসার অত্যাধুনিক সুযোগ সুবিধাসহ ২৫০ সজ্জা বিশিষ্ট বিশ্বমানের এ হাসপাতালটি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ইতোমধ্যে রোগীদের আস্থা অর্জন করেছে।
Be the first to comment on "মাসব্যাপী ফ্রি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম শুরু"