নিউজ ডেস্ক : শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ভৈরবে সাদেকপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক মানিক মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে । হত্যাকান্ডে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ ।
পুলিশ ও এলাকাবাসিরা জানায় নিহত মানিক মিয়া শনিবার নিজ বাড়ি থেকে বের হয়ে সরাইলের রাজাপুরে বেড়াতে যায় । সেখান থেকে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে সাদেকপুরের মেন্দিপুরে পৌছলে আগে থেকে ওৎ পেতে থাকা ২০/২৫ জনের একটি দল তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে । এ সময় এলাকাবাসিরা হত্যায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করে পুলিশে দেয় । পরে রাতেই পুলিশ সাদেক পুরে অভিযান চালিয়ে আরো ৩ জনকে আটক করে।
স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ফজলুর রহমান দাবি করেন মানিক মিয়াকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। নিহত মানিক মিয়া সাদেকপুর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক বলেও তিনি জানান । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
Be the first to comment on "ভৈরবে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা : আটক ৫"