নিষিদ্ধ সময়ে ইলিশ ধরায় লক্ষ্মীপুরে ৯ জেলের কারাদণ্ড

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরের রামগতিতে নিষিদ্ধ সময়ে মেঘনা নদীতে ইলিশ ধরায় ৯ জেলেকে আটক করা হয়েছে । রোববার দুপুরে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী।

পুলিশ জানায়, মেঘনা নদীর চরগজারিয়া এলাকায় মাছ ধরার সময় সকালে ৯ জেলেকে আটক করা হয়। আটকদের কারাদণ্ডের আদেশ দেয়ায় তারা থানা হেফাজতে রয়েছে। প্রশাসনের এ অভিযান চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী জানান,আগামী ২২ দিন ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসন তৎপর রয়েছে। সার্বক্ষণিক নদীতে নজরদারি করা হচ্ছে।

Be the first to comment on "নিষিদ্ধ সময়ে ইলিশ ধরায় লক্ষ্মীপুরে ৯ জেলের কারাদণ্ড"

Leave a comment

Your email address will not be published.




4 × 1 =