নিউজ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে গ্রেফতার দুই জঙ্গীর এক সহযোগী মোক্তারুল ইসলামকে (২১) গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে অভিযান চালিয়ে জামালপুর জেলার মেলান্দহ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোক্তারুল ইসলাম জামালপুর উপজেলার মেলান্দহ গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
রবিবার বেলা ১১টায় এক প্রেস বিফ্রিংয়ে টাঙ্গাইল র্যাব-১২ এর সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার বীণা রানী দাশ জানান, গত ৫ সেপ্টেম্বর কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা গ্রাম থেকে গ্রেফতার জঙ্গী মাসুমের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে টাঙ্গাইল র্যাবের একটি দল জামালপুর জেলার মেলান্দহ এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য ও জঙ্গী মাসুমের সহযোগী মো. মোক্তারুল ইসলামকে গ্রেফতার করে। পরে তাকে দুপুর ১২টার দিকে আদালতে পাঠানো হয়েছে। মোক্তারুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদনও করেছে র্যাব।
তিনি আরও জানান, গ্রেফতার মোক্তারুল ইসলাম দীর্ঘদিন ধরে জঙ্গী কার্যক্রমের সঙ্গে জড়িত। সম্প্রতি র্যাবের অভিযানে ঢাকার মিরপুরে পরিবারসহ জঙ্গীরা নিহত হওয়ায় সে বর্তমানে জেএমবিকে সংঘটিত করার চেষ্টা করছিল।
Be the first to comment on "টাঙ্গাইলে জেএমবি সদস্য গ্রেফতার"