আন্তর্জাতিক অভিষেকেই সাফল্য পেলেন মাকসুদা

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ঘরোয়া প্রতিযোগিতায় অপ্রতিদ্বন্দ্বী নারী বডিবিল্ডার মাকসুদা আক্তার। জাতীয় চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে চ্যাম্পিয়ন হয়েছেন। এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে অভিষেকেই সাফল্য পেয়েছেন তিনি। মুম্বাইতে চলমান আইএইচএফ অলিম্পিয়া বডিবিল্ডিংয়ে অংশ নিয়ে ৩০ জনের মধ্যে হয়েছেন তৃতীয় রানার্সআপ।

ভারতের বোম্বে এক্সিবিশন সেন্টার হলে শুরুতে বাছাইপর্ব পেরিয়ে আসতে হয়েছে মাকসুদাকে। সেখানে সেরা আটে জায়গা করে নেন। এরপর ফাইনালে তৃতীয় রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।

দেশের বাইরে এই প্রথম কোনও প্রতিযোগিতায় অংশ নিয়ে মাকসুদার এমন সাফল্য এসেছে। অথচ মাকসুদার বডিবিল্ডিং পদচারণা বেশিদিন আগের নয়। ২০১৭ সালে ভারতে উচ্চতর পড়াশোনা করতে গিয়ে এক ফাঁকে জিমও শুরু করে দেন। এরপর শরীর চর্চার ওপর পড়াশোনাও করেছেন। মাত্র চার বছরের মাথায় এসেছে আন্তর্জাতিক সাফল্য!

তাই মাকসুদা পদক জিতেই অনেক খুশি। সংবাদমাধ্যমকে বলেছেন, ‘যারা আমাকে এত দূর আসতে সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন,তাদের এসব অনুপ্রেরণাই আমাকে এখানে এনেছে। দুটো জাতীয় প্রতিযোগিতা ও বাংলাদেশ গেমসে অংশ নিই। এরপর এলাম অলিম্পিয়া অ্যামেচার প্রতিযোগিতায়। এখানে এসে পদক জিততে পেরে খুব ভালো লাগছে।’

মাকসুদা এগিয়ে যেতে চাইছেন বহুদূর। বর্তমানে একটি জিমের প্রশিক্ষক হিসেবে আছেন। এই বডিবিল্ডার নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বলেছেন,‘আমি চেষ্টা করেছি,বডিবিল্ডিংয়ে ভালো কিছু করার। আমি মেয়েদের অনুপ্রেরণা দিতে চাই। আমি বডিবিল্ডিংয়ে ছেলে ও মেয়ে—সবাইকে অনুশীলন করাই। আমি বাংলাদেশে বডিবিল্ডিংয়ের ট্যাবুটা ভেঙে দিতে চাই।’

ভারতের পর এবার সাফল্যের খোঁজে মাকসুদা ফ্রান্সের বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপের প্রাক-বাছাইয়ে অংশ নিতে চাইছেন।