যশোরে ট্রাকচাপায় যবিপ্রবি শিক্ষার্থীসহ নিহত ৩

Print Friendly, PDF & Email

জেলা প্রতিনিধি : যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) একটি ট্রাকের চাপায় রিকশাভ্যানে থাকা তিনজন নিহত হয়েছেন। রোববার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাঠি রেলক্রসিংয়ের পাশে একটি ইটভাটার সামনে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

নিহতরা হলেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফারজানা সুমি ও জোহরা বেগম (৬০)। নিহত অপরজন রিকশাভ্যানটির চালক। তার পরিচয় এখনও জানা যায়নি।

আহতরা হলেন- নিহত জোহরার স্বামী যশোর সদরের গোবরা গ্রামের আমজাদ হোসেন ও নিহত সুমির স্বামী যবিপ্রবির একই বিষয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোতাসিম বিল্লাহ। আহতদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় কবলিত বিএডিসির ট্রাকটি আটক করেছে পুলিশ।’