রোববার দেশে ফিরবেন রওশন এরশাদ

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে আগামী রোববার (২৭ নভেম্বর) দেশে ফিরবেন। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ কে এম আবদুর রহিম ভূঞার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আবদুর রহিম জানান, বিরোধী দলীয় নেতা থাই এয়ারওয়েজের বিমানযোগে বেলা ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এসময় বিরোধী দলীয় নেতার ছেলে রাহ্গীর আল মাহি (সাদ) এরশাদ এমপি ও পুত্রবধূ মাহিমা এরশাদ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, বিরোধী দলীয় নেতা চলতি বছরের ৫ জুলাই চিকিৎসার উদ্দেশে ব্যাংককে যান। প্রায় ৫ মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি রবিবার দেশে ফিরছেন। বিরোধী দলীয় নেতা অসুস্থতা ও চিকিৎসাকালীন সময়ে তার আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনা করার জন্য দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।