ইমো হ্যাক শিখে প্রবাসীদের টাকা হাতাতেন তারা

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : হুট করেই কোনো প্রবাসীর ইমো নম্বর থেকে দেশে তার ঘনিষ্ঠজনের কাছে বার্তা আসে। সেখানে নানা সমস্যার কথা জানিয়ে চাওয়া হয় টাকা। দেশে থাকা ঘনিষ্ঠজন বা পরিবারের সদস্যরা কোনো কিছু চিন্তা না করেই ম্যাসেজে পাওয়া বিকাশ নম্বর বা ব্যাংক আ্যাকাউন্টে লাখ লাখ টাকা পাঠিয়ে দিতেন। এমন ইমো হ্যাকার চক্রের ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ওয়ারী) বিভাগ।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, টাকার বিনিময়ে তারা ট্রেনিং নিয়েছে। গত দুই তিন মাসে প্রবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকার বেশি হাতিয়ে নিয়েছে চক্রটি।

গ্রেফতাররা হলেন- মো. আব্দুল মমিন (১৮), মো. রবিউল ইসলাম ওরফে রবি (১৮), মো. শহিদুল ইসলাম ওরফে শহিদ (১৯), মো. সাব্বির (১৮), মো. চাঁন মোল্লা (৩৫) ও মো. আরিফুল ইসলাম (২৬)। এসময় তাদের কাছে থেকে ১২টি মোবাইল ফোন, হ্যাকিং কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল অপারেটরের ১৯টি সিমকার্ড জব্দ করা হয়।