সাড়ে ১১ কোটি টাকার আইস-ইয়াবার চালান উদ্ধার

Print Friendly, PDF & Email

জেলা প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফ নদে অভিযান চালিয়ে ১১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩ সেপ্টেম্বর) ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকা থেকে এই মাদক উদ্ধার করা হয়।

এসব তথ্য জানিয়ে টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ‘গোপন সংবাদে বিজিবির একটি টহলদল ওই এলাকায় অভিযান চালায়। সে সময় নাফ নদের তীরে সন্দেহভাজন কয়েক জন পাচারকারী কাঠের নৌকায় একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই প্লাস্টিকের ব্যাগে তল্লাশি করে দুই কেজি ১৪১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।’

বিজিবির অধিনায়ক আরো বলেন, ‘উদ্ধার আইস ও ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা। মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। যা পরে আইনি প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষের নির্দেশনায় ধ্বংস করা হবে।’