ভারতের স্বাধীনতা দিবসে সীমান্তে বিজিবিকে বিএসএফের মিষ্টি উপহার

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরে হিলি সীমান্তের চেকপোস্টে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় ১৮০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বিজয় পাল সিং বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মো. মোখলেছুর রহমানের হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় চেকপোস্ট শূন্যরেখায় কর্তব্যরত বিজিবি-বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. মোখলেছুর রহমান বলেন, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফ মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে। এতে করে সীমান্তে দায়ীত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে।

এদিকে জাতীয় শোকদিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল থেকেই এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোশিয়েসনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি বলেন, শোকাবহ দিনটি উপলক্ষে হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ থাকবে। এ কারণে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
সেই সঙ্গে বন্দরের ভেতরের পণ্য খালাস, ভর্তি, ডেলিভারি দেওয়াসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান বলেন, দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।